মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

কুড়িগ্রামে শিশু শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১৮, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:৪৪, ২২ এপ্রিল ২০২১
কুড়িগ্রামে শিশু শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

অভিযুক্ত আবু সাঈদ গ্রেপ্তার, ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২২ এপ্রিল): কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার এক কাওমি মাদ্রাসার দ্বিতীয় জামায়াতের সাত বছরের এক শিক্ষার্থীকে মাদ্রাসায় অমানবিকভাবে পেটানোর অভিযোগে এক শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলা সদরের ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের সড়ক থেকে অভিযুক্ত শিক্ষক আবু সাঈদকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ২০১৩ সালে শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দিয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায়। গ্রেপ্তারকৃত শিক্ষক আবু সাঈদ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা হবিবুর রহমানের ছেলে।  

ভূরুঙ্গামারী থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিজনেস ইনসাইডার বাংলাদেশকে জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ঢেবঢেবি বাজারের পাশে কিসমত-কুলসুম কাওমি নূরানী ও হাফেজি মাদ্রাসার লাম নামের এক শিশু শিক্ষার্থীকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠে। এ বিষয়ে একটি ভিডিও ক্লিপ গত তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে এবং পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে চেষ্টা চালায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীর অভিভাবক কর্তৃক ঐ শিক্ষকের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ করেনি, তবে শিশু আইনে যে কেউ মামলার বাদী হতে পারে। এজন্য পুলিশ নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে।

উল্লেখ্য যে, নির্ধারিত বাড়ির কাজ খাতায় না লিখে খাতায় অন্য লেখা জমা দেয়ার অপরাধে গত ১৯ এপ্রিল ঐ শিক্ষক সেই শিশুকে বেদম মারধর করেন। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ সালিশী বৈঠকের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক আবু সাঈদকে-কে মাদ্রাসা থেকে বহিষ্কার করে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়