দ্রুত বাকী ভ্যাকসিন পাবে বাংলাদেশ : দোরাইস্বামী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

ছবি: আখাউড়া চেকপোষ্টে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী (সংগৃহীত)
ব্রাহ্মণবাড়িয়া (২২ এপ্রিল): মহামারী করোনাভাইরাস মোকাবেলায় ভারত বাংলাদেশে ৭০ লাক টিকা সরবরাহ করেছে উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, চুক্তি অনুযায়ী খুব দ্রুত বাকী কোভিড ভ্যাকসিন বাংলাদেশ পাবে।
চারদিন পর নিজ দেশ ভারত থেকে কমৃস্থল বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার সকালৈ আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
দোরাইস্বামী বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন অনেক উন্নত। কোভিড ভ্যাকসিনের জন্য দুই দেশের সম্পর্কে কোন বাধা পড়বে না।
এসময় তিনি জানান, এই মুহূর্তে ভারত নিজেদের কোভিড ভ্যাকসিন সংকটে রয়েছে। সংকট চলছে। এজন্য উৎপাদন বাড়ানো হচ্ছে।
ভারতীয় হাইকমিশনারকে আখাউড়া চেকপোস্টে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম, ওসি মিজানুর রহমান প্রমুখ।