বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বাঁশখালীর ঘটনায় নিহত-আহতরা ক্ষতিপূরণ পাচ্ছেন, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:১১, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:২৮, ১৮ এপ্রিল ২০২১
বাঁশখালীর ঘটনায় নিহত-আহতরা ক্ষতিপূরণ পাচ্ছেন, তদন্ত কমিটি গঠন

আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : বিজনেস ইনসাইডার বাংলাদেশ

চট্টগ্রাম (১৭ এপ্রিল): চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে প্রধান করে এই কমিটি গঠিত হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়। 

অন্যদিকে পুলিশের পক্ষ চট্টগ্রাম রেঞ্জের  অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

 চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, কমিটি কাজ শুরু করেছে।

শনিবার সকালে ওই বিদ্যুৎকেন্দ্র পুলিশ শ্রমিক সংঘর্ষে ৫ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়