বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশের সংঘর্ষে নিহত ৫
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : বিজনেস ইনসাইডার বাংলাদেশ
বাঁশখালী (১৭ এপ্রিল): চট্টগ্রামের বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুরের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জনের বেশি।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে নিহত পাঁচজন হলেন, শুভ (২৩), মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৯),রনি হোসেন (২২) ও রায়হান(১৯)। আশঙ্কাজনক অবস্থায় গুলবিদ্ধ ৬জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সকালে কয়লা বিদ্যুৎকেন্দ্রের মালিকপক্ষের সঙ্গে বেতনভাতা নিয়ে শ্রমিকদের ঝামেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। এর জেরে হতাহতের ঘটনা ঘটে বলে তাৎক্ষণিক ভাবে জানা গেছে।