বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রূপগঞ্জে ঢিলেঢালা লকডাউন, স্বাস্থ্যবিধিতে অনীহা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩৯, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৪০, ১৭ এপ্রিল ২০২১
রূপগঞ্জে ঢিলেঢালা লকডাউন, স্বাস্থ্যবিধিতে অনীহা

রূপগঞ্জে ঢিলেঢালা লকডাউন, অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি

রূপগঞ্জ (১৬ এপ্রিল): দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে । করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে। তবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। 

রূপগঞ্জের পাড়া-মহল্লার চায়ের দোকান, কাঁচাবাজার ও রাস্তায় সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। সেখানে বেশিরভাগ মানুষকেই মানছেন না স্বাস্থ্য সুরক্ষা বিধি। লকডাউনে উপজেলার কোথায়ও বাস চলাচল না করলেও গণপরিবহণ হিসেবে ব্যবহৃত হচ্ছে লেগুনা, সিএনজি, ইজিবাইকসহ থ্রি-হুইলার যানবাহন। এ সকল যানবাহনগুলোতেও মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। 

এদিকে, ওইসব যানবাহনে কাউকে নিজ গন্তব্যে যেতে হলে তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেক যাত্রী। গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুলতা, রূপসী ও কাঞ্চন, মুাড়পাড়াসহ বেশকয়েকটি এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। 

এদিকে, রূপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। সর্বশেষ উপজেলায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ জন। এ পর্যন্ত মোট দুই হাজার ১৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ জনের। 

সরেজমিনে আরও দেখা যায়, উপজেলার ভুলতা, রূপসী ও কাঞ্চন, বরপা, মুড়াপাড়াসহ এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা মাস্ক না পরেই কারণে-অকারণে বাড়ি থেকে বের হচ্ছে মানুষ। এ ছাড়া কাচাঁবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে তারা। পণ্য বেচা-কেনার সময় ক্রেতা-বিক্রেতা কারো মাঝেই তেমন সচেতনতা লক্ষ্য করা যায়নি। 

তবে হাট-বাজারে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে। অবশ্য ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ির সাইরেন শুনলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় আর চলে যেই সেই আগের অবস্থা হয়ে যায়। 

এদিকে, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে, রূপসী কাঞ্চন সড়ক, কর্ণগোপ-মাসাবো উপজেলা বিভিন্ন সড়ক গুলোতে লেগুনা ও থ্রি-হুইলার যানবাহন চলাচল করতে দেখা গেছে। এখানেও মানা হচ্ছে না, স্বাস্থ্য সুরক্ষা বিধি। এ বিষয়ে কেউ কেউ অভিযোগ তুলেছেন, স্থানীয় প্রশাসনের ‘কাউকে কাউকে ম্যানেজ’ করে এ সকল যানবাহন চলছে। 

কথা হয় পূবেরগাঁও এলাকা রাজু মিয়ার সঙ্গে। তিনি জানান, ব্যক্তিগত জরুরি প্রয়োজনে কাঞ্চন থেকে সিএনজিতে করে গাউছিয়া যাচ্ছিলেন। এ রাস্তায় নিয়মিত সিএনজি ভাড়া ২০ টাকা হলেও তাকে যেতে গুনতে হয়েছে ৬০ টাকা। এ সময় এক সিএনজি চালককে অতিরিক্ত ভাড়ার কারণ জিজ্ঞাসা তার পাল্টা অভিযোগ, ‘লকডাউনে গাড়ি চালাইতে অইলে অনেকরে দিয়া চালাইতে অয়, হের লাইগাই ভাড়া বেশি নিতাছি।’ 

কথা হয় কাঞ্চন এলাকার বাসিন্দা রাজ রাশেদের সঙ্গে। তিনি অভিযোগ করে বলেন, কুড়িল বিশ্বরোড থেকে গাউছিয়ার ভাড়া নিয়মিত ভাড়া ৪০ টাকা। লকডাউনের কারণে সেই ভাড়া নেওয়া হচ্ছে ১ শ’ টাকা। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফয়সাল আহমেদ বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে রূপগঞ্জ উপজেলায় সংক্রমণ বেড়েই চলছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যবিধি মানা খুব বেশি জরুরি। এখন সবার কর্তব্য, সরকার নির্ধারিত লকডাউন মেনে অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, প্রশাসনকে ম্যানেজ এ সকল যানবাহন চলছে এটি সম্পূর্ণ মিথ্যে। থ্রি-হুইলার মহাসড়কে এমনিতেই চলাচল নিষিদ্ধ। লকডাউনে থ্রি-হুইলার যানবাহন চলাচল ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নিয়মিত চালকদের মামলা দেওয়া হচ্ছে। গত বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৬০টি মামলা দিয়েছি। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান বলেন, লকডাউন কঠোর করতে প্রশাসন তৎপর রয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়