পাটুরিয়ার তিন নাম্বার ফেরিঘাট বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

পাটুরিয়ার তিন নাম্বার ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ
মানিকগঞ্জ (১৩ এপ্রিল): মানিকগঞ্জের পাটুরিয়ার চারটি ঘাটের মধ্যে একটি ঘাট বন্ধ রয়েছে। মঙ্গলবার বেলা ১২টা দিকে পন্টুনে সমস্যা হওয়ায় তিন নাম্বার ফেরি ঘাটটি সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এই ঘাটটি বন্ধ থাকায় চাপ পরেছে অন্য তিনটি ঘাটে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১২টার দিকে তিন নাম্বার ঘাটের পন্টুনে সমস্যা দেখা দেয়। পন্টুন মেরামতে কাজ চলছে। এতে করে অন্য ঘাটে একটু চাপ পরেছে।
এ সময় তিনি আরও জানান, ১৬টি ফেরি থাকায় পারাপারে সমস্যা হচ্ছে না। বর্তমানে সব মিলিয়ে পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে।