ময়মনসিংহে ৩২ জন করোনায় আক্রান্ত
সংবাদদাতা || বিজনেস ইনসাইডার

ময়মনসিংহ মেডিকেল কলেজ
ময়মনসিংহ (১২ এপ্রিল): ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা করা হলে নতুন করে তাদের করোনা শনাক্ত হয়।
২৪ ঘণ্টার আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ সদর উপজেলায় ২২ জন, নান্দাইলে ১ জন, মুক্তাগাছার ১ জন ও ভালুকায় ৭ জন রয়েছেন।
ময়মনসিংহে এ নিয়ে মোট চার হাজার ৮৬ জনের করোনা শনাক্ত হল।
সোমবার দুপুরে মমেক হাসপাতালের সহকারী পরিচালক জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।