মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রামে একদিনে ৫২৩  করোনা রোগী শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৫, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ০০:১২, ১১ এপ্রিল ২০২১
চট্টগ্রামে একদিনে ৫২৩  করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে একদিনে ৫২৩  করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

চট্টগ্রাম (১০ এপ্রিল): চট্টগ্রাম জেলায় একদিনে সর্বাধিক ৫২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।  এর পূর্বে,  ২ এপ্রিল জেলাটিতে একদিনে সর্বোচ্চ ৫১৮ জনের নমুনায় করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছিল।  চট্টগ্রাম জেলায় এ নিয়ে গত ১০ দিনে চার হাজার ৯৫ জন রোগী শনাক্ত হল।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে করে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৪ জনে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানা গেছে,  ২৪ ঘণ্টায় যে ৫২৩ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার মধ্যে ৪২৯ জন নগরীর বাসিন্দা। এই সংখ্যা একদিনে চট্টগ্রামে করোনা আক্রান্তের দিক থেকে  সর্বাধিক।

চট্টগ্রামে গতবছরের ৩ এপ্রিল করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর ২০২০ সালের ২৯ জুন সর্বোচ্চ ৪৪৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছিল।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান গণমাধ্যমকে জানিয়েছে, ২৭৯১টি নমুনা পরীক্ষায় ৫২৩টিতে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। সে হিসেবে শনাক্তের হার ১৯ শতাংশ।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়