সোমবার থেকে একুশে গ্রস্থমেলা বন্ধ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: অমর একুশে গ্রস্থমেলা-২০২১ (ফাইল ফটো)
ঢাকা(১০ এপ্রিল): আগামী ১২ এপ্রিল বন্ধ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২১। শনিবার সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এক বার্তায় গণমাধ্যামকে এ তথ্য জানান।
এহামারী করোনাভাইরাসের কারণে চলতি বছর পূর্বনির্ধারিত ভাষার মাস ফেব্রুয়ারির পরিবর্তে গত ১৮ মার্চ থেকে অমর একবুশে গ্রস্থমেলা-২০২১ শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করেন। ছুটির দিন ছাড়া প্রতিদিন মেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুিিটর দিনে বেলা ১১টা থেকেব রাত ৯টা পর্যন্ত চলবে বলে ঘোষণা দেওয়া হয়।
কিন্তু দেশে হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বইমেলার সময়সূচি পরিবর্তন করে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়।
করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সরকার সাত দিনের জন্য কঠোর নিষেধাজ্ঞা জারি করার পর বইমেলার সময় পরিবর্তন করে চালু রাখার কথা জানিয়েছিলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।