মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ঝড়ে ডুবল পণ্যবাহী ট্রলার, কোটি টাকা ক্ষতি 

নোয়াখালী প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৪২, ৯ এপ্রিল ২০২১  
ঝড়ে ডুবল পণ্যবাহী ট্রলার, কোটি টাকা ক্ষতি 

ছবি: প্রতীকী

নোয়াখালী (০৮ এপ্রিল): চট্টগ্রামের ফিশারিঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে  পণ্যবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির না ঘটলেও কোটি টাকার পণ্য বিনষ্ট হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হাতিয়া যাওয়ার পথে ‘আল্লাহর দান-১’ নামের ট্রলারটি বঙ্গোপসাগরের হাতিয়া সীমানায় ঝড়ের কবলে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
 
এ বিষয়ে ট্রলারটির মালিক মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, হাতিয়ার ওছখালী বাজারের ব্যবসায়ীদের মুদি মালামাল, সিমেন্ট, রড ও টিন বোঝাই ট্রলারটি বুধবার  রাতে চট্টগ্রাম থেকে  হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায়।  ভোর পৌনে ৫টার দিকে বঙ্গোপসাগরের হাতিয়া সীমানায় প্রবেশের কিছুক্ষণ পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। এতে ট্রলারটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে মালবাহী ট্রলারটি পানিতে ডুবে যায়। ট্রলারটিতে কোটি টাকার পণ্য ছিল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের  ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ বিষয়ে জানান, ডুবে যাওয়া ট্রলারের সারেংসহ ট্রলারে থাকা আটজন লাইফ জ্যাকেট পরে সাগরে ভাসতে থাকেন। পরে অন্য জেলেরা সাগরে থাকা তাদের উদ্ধার করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়