মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

মুন্সীগঞ্জে মেয়রের বাসভবনে বিস্ফোরণে দগ্ধ ১৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৭, ৭ এপ্রিল ২০২১  
মুন্সীগঞ্জে মেয়রের বাসভবনে বিস্ফোরণে দগ্ধ ১৩

ছবি: মুন্সীগঞ্জের মানচিত্র

মুন্সীগঞ্জ (০৭ এপ্রিল): মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মেয়রের বাসভবনে বিস্ফোরণে চার কাউন্সিলরসহ অন্তত ১৩ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতের এ দুর্ঘটনায় পৌর মেয়র হাজী আব্দুস সালাম অক্ষত রয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় পৌর মেয়রের বাসভবনে বিস্ফোরনে  আহত চার কাউন্সিলর হলেন মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম, রহিম বাদশা। আর আহতরা হলেন মেয়রের স্ত্রী কানন বেগম, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল।

আহতদের মধ্যে ১২ জনকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরকাদিম পৌরসভার কাউন্সিলর রহিম বাদশা গণমাধ্যমকে জানান, ‘পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়রের বাসভবনের তৃতীয় তলার একটি কক্ষে মেয়রের সঙ্গে আলাপ করছিলাম। এ সময় পৌর কাউন্সিলরসহ অন্যান্যরাও ছিলেন। হঠাৎ করেই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে কক্ষের ভেতর আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাঁচ চুরমার হয়ে গেছে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে চার কাউন্সিলরসহ অন্তত ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়