শীতলক্ষ্যা থেকে আরও ৫ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

শীতলক্ষ্যা নদী থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ (০৬ এপ্রিল): নারায়ণগঞ্জে লঞ্চডুবির ঘটনায় শীতলক্ষ্যা নদী থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে কয়লাঘাট থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হল।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে উদ্ধারকরা পাচটি মরদেহই পুরুষের। এখন সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এর আগে লঞ্চডুবির ঘটনায় ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। সোমবার পর্যন্ত ২৯ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
জেলা প্রশাসন লঞ্চডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।