লকডাউনেও চলছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি
মানিকগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ-জন ঘাট পাড় হচ্ছে
মানিকগঞ্জ (০৫ এপ্রিল): ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট লকডাউনেও বন্ধ হয়নি। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সের সঙ্গে সাধারণ মানুষও ঘাট পার হচ্ছে। কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই অধিকাংশ মানুষ ঘাট পাড় হতে দেখা যাচ্ছে। এতে করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
সোমবার পাটুরিয়া ঘাট এলাকায় সরেজমিনে দেখা গেছে, লকডাউনের প্রথম দিনেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। অবশ্য, বেলা সাড়ে ১১টার দিকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। পরে দুপুর ১টা থেকে পুনরায় ফেরি চলাচল চালু করা হয়। এদিকে, ঘাটে অপেক্ষারত শত শত মানুষ কোনো প্রকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করাই করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে।
বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান এ বিষয়ে জানান, সকালে ১১টার দিকে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এরপর ঘাট এলাকায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাট পারের অপেক্ষায় জমে যায়। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঘাট এলাকায় যত ট্রাক পারের অপেক্ষায় রয়েছে তা পার করা হবে বলে সিদ্ধান্ত হয়।