সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

মিলাদ গাজী করোনায় আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৪, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৩৫, ৪ এপ্রিল ২০২১
মিলাদ গাজী করোনায় আক্রান্ত

সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ

হবিগঞ্জ  (০৪ এপ্রিল): এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।  একই সঙ্গে তার ছেলে গাজী মোহাম্মদ ফাওয়াজ ও পুত্রবধূ ইফাত জাহান চৌধুরীও করোনায় আক্রায় হয়েছেন। 

এমপি মিলাদ গাজী, তার সন্তান ও পুত্রবধূর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মহিবুর রহমান। শনিবার রাতে এ তথ্য জানানো হয়। 

জাতীয় সংসদে অধিবেশনে যোগ দেওয়ার আগে মিলাদ গাজী পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরীক্ষার পর রিপোর্টে করোনা পজেটিভ আসে। তার ব্যক্তিগত সহকারী মহিবুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, তাদের সকলের শরীরেই হালকা জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। বর্তমানে তারা জাতীয় সংসদের ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে রয়েছেন। 

মহিবুর আরও জানান, গাজী শাহনওয়াজ মিলাদের স্ত্রী রওশন আক্তার ও মেয়ে ফায়হা রওশনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়