নারীসহ আটক মামুনুল হক: জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

ছবি: মামুনুল হক
নারায়ণগঞ্জ (০৩ এপ্রিল): বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্ট হোটেলে স্থানীয়রা তাকে এক নারীসহ অবরুদ্ধ করার পর পুলিশ গিয়ে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।
হেফাজত নেতা মামুনুল হক নারীসহ রিসোর্টে হোটেলে অবরুদ্ধ হয়েছেন এমন খবর পেয়ে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, পুলিশের এএসপি, সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ওসি সেখানে যান।
জানা গেছে, শনিবার দুপুরে মামুনুল হক সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে এক নারীসহ যান। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখে। তারা সঙ্গে থাকা নারীর পরিচয় জানতে চাইলে মামুনুল হকের জবাব দিতে পারেনি। এরপর সবাই তাকে আটক করে রাখে।
এরপর র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সেখানে যান এবং তাকে উদ্ধার করেন। সোনারগাঁও থানার ওসি মামুনুল হকের সঙ্গে থাকা নারীর পরিচয় নিশ্চিত হতে তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছিলাম। এখন স্থানীয় পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। তারা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করছেন।