সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ভাসানচর পৌঁছেছে আরো ২১২৮ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৫৮, ১ এপ্রিল ২০২১  
ভাসানচর পৌঁছেছে আরো ২১২৮ রোহিঙ্গা

রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ (ফাইল ছবি)

নোয়াখালী (০১ এপ্রিল): নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও ২ হাজার ১২৮ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার ৬ষ্ঠ ধাপের প্রথম পর্বে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ৬টি জাহাজে তারা চট্টগ্রাম থেকে রওনা হন। বিকাল ৩টায় তারা ভাসানচরে পৌঁছান।

এবার ভাসানচরে পৌঁছানো রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ৫১২ জন পুরুষ, ৬১৩ জন নারী ও ১০০৩ জন শিশু। ভাসানচরে আসার পরপরই স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তাদের নিয়ে যাওয়া হয় ওয়্যারহাউজে। সেখানে নৌবাহিনীর সদস্যরা তাদের ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে ধারণা দেন। ওয়্যারহাউজেই তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

ভাসানচর থানার ওসি মো. মাহে আলম জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যারহাউজে সমবেত করে ব্রিফ দেওয়া হয়। পরে তাদেরকে ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়