চট্টগ্রামে পুলিশ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আটক ১৫
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: চট্টগ্রামে পুলিশ-বিএনপির সংঘর্ষ
ঢাকা (২৯ মার্চ): চট্টগ্রাম বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার চট্টগ্রামে কাজির দেউড়িতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। সোমবার বিকালের এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে অভিযান চালিয়ে চট্টগ্রাম বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নসিমন ভবন চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে নগর বিএনপি। এতে নগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসার পথে পুলিশ বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ করে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, কাজির দেউড়ি এলাকায় সংঘর্ষের ঘটনায় ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন আনিসুর রহমান (৬০), মোহাম্মদ হায়দার (২৬) ও প্রিয়াংকা চৌধুরী। তবে এদের মধ্যে প্রিয়াংকা নারী পুলিশ সদস্য বলে জানা গেছে।
সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির সমাবেশ চলাকালে নেতাকর্মীরা হঠাৎ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে আমরা তাদের লাটিচার্জ করি। এতে আমাদের ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আমরা ১৫ জনকে আটক করেছি।’