বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

খুলনায় মাস্ক না পরায় আটক অর্ধশতাধিক

খুলনা প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৯, ৯ নভেম্বর ২০২০  
খুলনায় মাস্ক না পরায় আটক অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

খুলনা (৯ নভেম্বর): খুলনায় মাস্ক না পরায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে খুলনা নগরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এদের আটক করা হয়।
খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইউসুপ আলী  আটকের বিষয় নিশ্চিত বলেন, অভিযানের সময় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া ৮ জনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাস্ক না পরলে জেল-জরিমানাসহ কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।  

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়