ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন ও হাইওয়ে থানায় হামলা, নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি
ব্রাহ্মণবাড়িয়া (২৮ মার্চ): ব্রাহ্মণবাড়িয়া শহরের হেফাজত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দুটি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এরমধ্যে সরাইলে হাইওয়ে থানায় হামলা ও পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই জন এবং শহরের পীরবাড়ি এলাকায় পুলিশ লাইনে হেফাজতের নেতা-কর্মীদের হামলার ঘটনায় গুলিবিদ্ধ একজন মারা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। নিহত তিনজনের মধ্যে দুই জনের লাশ স্বজনরা নিয়ে গেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিকে পীরবাড়ি এলাকায় পুলিশ লাইনে হরতাল সমর্থকরা হামলা করলে গোলাগুলির ঘটনা ঘটে। সেখান থেকে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম পাওয়া যায়নি।
এদিকে, রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলা করে হেফাজতে ইসলামের সমর্থকেরা। তারা থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালান।
গুলিতে নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আলতাফ আলী ছেলে হাদিস মিয়া ওরফে কালন মিয়া (২৩) এবং সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সুফি আলীর ছেলে আল আমীন (২০)।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, হাইওয়ে থানায় হামলায় অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।