বুধবার

০৯ অক্টোবর ২০২৪


২৪ আশ্বিন ১৪৩১,

০৫ রবিউস সানি ১৪৪৬

নরসিংদীতে টেঁটাযুদ্ধে নিহত ৪, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:২৯, ২২ আগস্ট ২০২৪  
নরসিংদীতে টেঁটাযুদ্ধে নিহত ৪, আহত ৩০

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতের তথ্য নিশ্চিত করেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর।
নিহতরা হলেন- শ্রীনগর এলাকার ফিরোজা বেগম (৩৫), জুনাইদ মিয়া (১৫), আনিস মিয়া (৩০) ও আমির হোসেন (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের ফিরোজ মেম্বার ও শাহ আলম মেম্বারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জের ধরে একাধিকবার তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সম্প্রতি একটি জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে বুধবার রাতে এই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রাতভর চলা সংঘর্ষে টেঁটা ও গুলিতে ৪ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে মুমূর্ষ অবস্থায় বেশ কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, চারজনের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন পলাশ বলেন, খবরটি আমরা পেয়েছি। সেনাবাহিনীসহ ঘটনাস্থলে যাচ্ছি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়