রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

করোনাকালে ভারত ও বাংলাদেশ সক্ষমতার প্রমাণ দিয়েছে: মোদি

গোপালগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৩, ২৭ মার্চ ২০২১  
করোনাকালে ভারত ও বাংলাদেশ সক্ষমতার প্রমাণ দিয়েছে: মোদি

ছবি: গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি (এএনআই)

গোপালগঞ্জ (২৭ মার্চ): মহামারি করেনাকালে ভারত ও বাংলাদেশে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।  

নরেন্দ্র মোদি বলেন, আজ দুই দেশই একত্রে অত্যন্ত শক্তভাবে এই মহামারির বিরুদ্ধে লড়ছে।

করোনাভাইরাসের টিকা বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার বিষয়টি উল্লেখ করে মোদি বলেন, ভারতে তৈরি টিকা বাংলাদেশের নাগরিকদের কাছে পৌঁছানোকে দায়িত্ব বিবেচনা করেই ভারত কাজ করছে।

সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দিতে মতুয়াবাদের হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা দেন। এর আগে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

গোপালগঞ্জে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী শনিবার সকালে সাতক্ষীরা শ্যামনগরে যান। সেখানে যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়