রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

আগুনের ঘটনায় রোহিঙ্গা জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪২, ২৪ মার্চ ২০২১  
আগুনের ঘটনায় রোহিঙ্গা জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

কক্সবাজার (২৪ মার্চ): কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে কোনো রোহিঙ্গার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বুধবার কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আগুন প্রাকৃতিক কারণে লেগে থাকে, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কেউ পরিকল্পিত ঘটিয়ে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, কোনো রোহিঙ্গাকে জোর করে ভাসানচরে নেওয়া হবে না। স্বেচ্ছায় যেতে চাইলে তাদেরকে নেওয়া হবে। ভাসানচর যাওয়া নিয়ে যারা অসন্তোষ সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার দুপুরে হেলিকপ্টারে করে স্বরাষ্ট্রমন্ত্রী বালুখালীতে আসেন। সেখানে তিনি পরে পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বসত ঘরসহ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা। বর্তমানে এদের অধিকাংশই তাঁবু খাটিয়ে এবং অনেকেই খোলা আকাশের নিচে বাস করছে।

মঙ্গলবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছিলেন, ৩৮০০ রোহিঙ্গা পরিবারকে বিভিন্ন জায়গায় আশ্রয় দেওয়া হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি ও রেডক্রিসেন্টসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা মঙ্গলবার দুপুর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিচ্ছে।

ত্রাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি কাজ শুরু করে দিয়েছে। তিন দিনের মধ্যেই তারা রিপোর্ট জমা দেবে। ত্রাণ মন্ত্রণালয় জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়