সোমবার

২৯ এপ্রিল ২০২৪


১৬ বৈশাখ ১৪৩১,

২০ শাওয়াল ১৪৪৫

করোনায় শনাক্ত ৩২ জন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৪০, ১৭ মার্চ ২০২৪  
করোনায় শনাক্ত ৩২ জন

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: দেশে একদিনে (২৪ ঘণ্টা) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৯১৪ জনে। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ হাজার ৪৯২ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (১০ মার্চ) বিকেলে করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৯ জন সুস্থ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৫ হাজার ৯১৪ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৭ টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়