নরসিংদী তুলির শাস্তি চায় ভুক্তভোগীরা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: ভয়ংকর এক প্রতারকের নাম নাজনীন সুলতানা তুলি। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ছল্লাবাইদ গ্রামের সিদ্দিকুর রহমানের কন্যা তুলি । ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে তুলি।
জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত সে রাজনীতির আড়ালে নিজেকে কখনো সমাজসেবক, সমাজকর্মী, সাংবাদিক,কখনো আইনজীবী পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে চলছে। প্রতারণা ও আদম পাচার মামলায় গ্রেফতার হয়ে এখন জেলে আছেন তিনি।
ভুয়া ও নিবন্ধন হীন একটি সংগঠনের নাম দিয়ে হাতিয়ে দিয়েছে লাখ লাখ টাকা।দামি গাড়িতে চলাফেরা করে। নিজেকে শিল্প মন্ত্রীর ভাগ্নি পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল তুলি। নানা রকম মাদক সেবনের সাথে জড়িত।
ভুক্তভোগীদের অভিযোগ তুলি শিল্পমন্ত্রীর ভাগ্নি পরিচয় দিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। টাকা ফেরত চাইতে গেলে তুলি বিভিন্নভাবে হয়রানি করেছে তাদেরকে। ভুক্তভোগীরা তুলির শাস্তির দাবি জানিয়েছে।