রোববার

১৫ সেপ্টেম্বর ২০২৪


৩১ ভাদ্র ১৪৩১,

১১ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুর সমাধিতে প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২৪  
বঙ্গবন্ধুর সমাধিতে প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সংগঠনের সভাপতি মো: শাহাজাহান আলী সাজু ও সাধারণ সম্পাদক  অরুন কুমার রায়ের নেতৃত্বে নেতৃবৃন্দ  আজ রোবাবর  দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন তারা।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষ করে নেতুবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক  ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত পৈতৃক নিবাস ঘুরে দেখেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়