শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

বসুরহাট থমথমে, ১৪৪ ধারা চলছে

নোয়াখালী প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৮, ১০ মার্চ ২০২১   আপডেট: ২৩:০৩, ১০ মার্চ ২০২১
বসুরহাট থমথমে, ১৪৪ ধারা চলছে

ছবি: বসুরহাটে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা

নোয়াখালী (১০ মার্চ): নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এখন সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

১৪৪ ধারা জারির কারণে বুধবার সকালে বসুরহাটে মানুষের উপস্থিতি ছিল অনেক কম। সেখানকার বেশিরভাগ দোকানপাটও খোলেনি।

মঙ্গলবারের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় রাতেই ২৭ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। 

বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে জনিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। তিনি গণমাধ্যমকে বলেন, সংঘর্ষ ও বিস্ফোরণের পর গুলিতে একজন নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ফের সংঘর্ষের আশঙ্কায় প্রশসান এ সিদ্ধান্ত নিয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় ও রাতে সংঘর্ষের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। পুলিশ, ডিবি ও র‌্যাব সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়