বিএনপির সুবর্ণ জয়ন্তী উদ্বোধন মুক্তিযদ্ধের অসম্মান: কাদের
চট্টগ্রাম ব্যুরো || বিজনেস ইনসাইডার
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
চট্টগ্রাম (০২ মার্চ): দুর্নীতি মামলায় দন্ডিত আসামিকে দিয়ে বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালখালী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। ঢাকার সরকারি বাসভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন ‘সুবর্ণ জয়ন্তী’ একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার প্রতি বিএনপি’র কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে।’
কাদের বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভুলুন্ঠিত করেছে। বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়? তিনি বলেন, সন্ত্রাস নির্ভরতায় বিএনপি’র আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না। তাদের আন্দোলনের কথা শুনলে মানুষ আতঙ্কগ্রস্থ হয়।
সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম চারলেন বিশিষ্ট বঙ্গবন্ধু টানেলের কাজ এগিয়ে চলেছে। মীরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত আরেকটি মেরিন ড্রাইভ সড়ক করার পরিকল্পনা প্রক্রিয়াধীন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চারলেন এবং ছয়লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে।
কাদের বলেন, শেখ হাসিনা সরকার গণপরিবহনের সক্ষমতা বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বিআরটিসি বহরে বাস সংখ্যা বৃদ্ধি। বর্তমানে ১ হাজার ৩শ’র বেশি বিআরটিসির বাস চালু রয়েছে। চট্টগ্রাম বাস ডিপোতে অনেকগুলো গাড়ি পড়ে আছে। এগুলো মেরামত করার জন্য আমি বিআরটিসির নতুন চেয়ারম্যানকে অনুরোধ করবো।
গাড়ি চালনায় নারীদের প্রশিক্ষণের দরকারের কথা উলে¬খ করে তিনি বলেন, উন্নত দেশগুলোতে নারী গাড়িচালক রয়েছে, এমনকি প্রতিবেশি ভারতেও নারী চালকের সংখ্যা একেবারেই কম নয়। স্কুলবাস সার্ভিসে যাতে নারীদের শতভাগ সম্পৃক্ত করতে পারি সেই ব্যবস্থা করা দরকার।
বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ। এতে উপস্থিত আরো ছিলেন-বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।






















