শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় নিহত এক, আহত ৫

সৈয়দপুর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় নিহত এক, আহত ৫

গ্রাফিক্স: নীলফামারীর সৈয়দপুর

সৈয়দপুর (২৮ ফেব্রুয়ারি): নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলরপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

রবিবার বেলা ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ছোটন অধিকার (৪০)। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, বেলা ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলরপ্রার্থী ও সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলরপ্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন অধিকার গুরুতর আহত হন। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়