শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস ২০ বছর পর চালু 

মানিকগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:৫৯, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস ২০ বছর পর চালু 

ছবি: শনিবার আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

মানিকগঞ্জ (২৭ ফেব্রুয়ারি) : ২০ বছর পর পুনরায় চালু হলো আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি সার্ভিস।

শনিবার বেলা সাড়ে ১০ টায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরিচা ফেরিঘাট থেকে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়সহ বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীরশ্রষ্ঠ মতিউর রহমান ও বেগম রোকেয়া নামের দুটি ফেরি এই রুটে যুক্ত করা হয়েছে। বেগম রোকেয়া নামের ফেরিতে নৌ প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা কাজিরহাট পরিদর্শনে যান। মতিউর রহমান ফেরিটি ১৫ টি ট্রাক নিয়ে আরিচা থেকে ছেড়ে যায়।

প্রসঙ্গত, ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি নাব্য সংকটের কারনে আরিচা থেকে ফেরিঘাট পাটুরিয়ায় স্থানান্তর করা হয়। নতুন ঘাট নির্মানে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।
 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়