শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

মুশতাক আহমেদের মৃত্যু ’অনভিপ্রেত’: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১  
মুশতাক আহমেদের মৃত্যু ’অনভিপ্রেত’: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)


চট্টগ্রাম (২৬ ফেব্রুয়ারি): কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু 'অনভিপ্রেত' বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মুশতাক আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল জানিয়ে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন হাছান মাহমুদ। তিনি জানান, এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটালি মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তিনি বলেন, দশ বছর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন ছিল না। এখন এর প্রয়োজন দেখা দিয়েছে। ডিজিটালি কোনো ব্যক্তিকে হেয় করা হলে তিনি প্রতিকার পেতে যেন আইনি ব্যবস্থা নিতে পারেন তার জন্য ডিজিটাল আইন। 

এ আইনের 'অপব্যবহার' নিয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। 

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে শুক্রবার বিক্ষোভ হয়েছে। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ দমন করা যায় না। এই কালো আইনকে কবর দেওয়ার সময় এসেছে।

জাফরুল্লাহ চৌধুরী বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জাফরুল্লাহ সাহেব একেক সময় একেক কথা বলেন। তিনি করোনার টিকা আসার আগে অনেক সমালোচনা করেছিলেন। এরপর করোনার টিকা নিয়ে বলেছেন, এ টিকা ভালো, সবাইকে টিকা নিতে বলেছেন। তিনি আজ যা বলেছেন, কাল নিজেই অন্য কথা বলবেন। ওনার বিষয়ে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়