বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৪ শাওয়াল ১৪৪৫

ছেলেকে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১১:১৪, ২৫ মে ২০২৩  
ছেলেকে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী  জায়েদা খাতুন

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছেলে জাহাঙ্গীরকে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ জায়েদা খাতুনের। 

জাহাঙ্গীর আলমও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। 

কানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে দশটার দিকে ভোট দেন জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। 

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান ভোট দিয়েছেন সকাল ৮টা ৫৫ মিনিটে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ।

এ সময় আজমত উল্লা খান বলেন, দুর্নীতিমুক্ত গাজীপুর সিটি গড়ার লক্ষ্যে মানুষ শান্তিপূর্ণভাবে নৌকা প্রতীকে ভোট দিচ্ছে। এ মন্তব্য করে জয়ের ব্যাপারে পূর্ণ আশা জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহ খান। 

সার্বিক পরিস্থিতি বজায় রাখতে নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃংখলা বাহিনী। প্রায় ১৩ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য এই দায়িত্ব পালন করছে। র্যাব, বিজিবির টহলও অব্যাহত আছে। সুষ্ঠু ভোট হচ্ছে কীনা সেটা পরিদর্শনে মোবাইল কোর্টও আসছে ভোট কেন্দ্রে।

মোট প্রার্থী ৩৩৪ জন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়বেন ৩৩৩ জন প্রার্থী। 

দেশের সব চেয়ে বড় এ সিটিতে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন। অপরদিকে পুরুষ ভোটার  ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন। এসব ভোটারের মধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ ভোটার রয়েছে ভাসমান।

ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে সবাইকে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়