Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

মঙ্গলবার

১৩ মে ২০২৫


৩০ বৈশাখ ১৪৩২,

১৫ জ্বিলকদ ১৪৪৬

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৪৮, ৩০ মার্চ ২০২৩  
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানির বহুতল ভবনে কাজ করছিল শ্রমিকরা। এসময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে। এতে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। 

এতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়