শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৪৭, ২৯ মার্চ ২০২৩  
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ১৫ কিলোমিটারজুড়ে এই যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আজ বুধবার (২৯ মার্চ) সকালে মহাসড়কের মদনপুর থেকে কাঁচপুর হয়ে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানজট দেখা যায়।

জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নান উৎসবের কারণে মঙ্গলবার রাত থেকে এই যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে বিরক্ত হয়ে বহু যাত্রী হেঁটে পথ পাড়ি দিচ্ছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ বলেন, বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসবকে ঘিরে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। যার কারণে মঙ্গলবার রাত থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত টিম কাজ করছে। এই উৎসব শেষ হলে যানজট ধীরে ধীরে কমতে শুরু করবে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়