শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:০৬, ১৯ মার্চ ২০২৩  
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে ৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। আজ রোববার (১৯ মার্চ) সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জেলা শ্রমিক ইউনিয়ন জানান, হবিগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেসরকারিভাবে পরিচালিত সব অ্যাম্বুলেন্স সরিয়ে নিতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় অ্যাম্বুলেন্স সমিতি। এর সঙ্গে একাত্মতা জানায় বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সজিব আলী জানান, হাসপাতাল প্রাঙ্গনে অ্যাম্বুলেন্স রাখার জায়গা থাকলেও কর্তৃপক্ষ আমাদের অ্যাম্বুলেন্স রাখতে দিচ্ছে না। তাই আমরা চাই আমাদের একটি নির্দিষ্ট স্ট্যান্ড দেওয়া হোক। এ ছাড়াও আমাদের আরও কিছু সমস্যা রয়েছে। সেগুলো সমাধানে আমরা প্রশাসনকে নয় দফা দাবি জানিয়েছি।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়