গাজীপুরে ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংগৃহীত
নিজস্ব প্রতেবেদক: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।
উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, ভাওয়ালগড় ইউনিয়নে ৫২ হাজার ২০০ জন, পিরুজালী ইউনিয়নে ১৬ হাজার ৪৮৫ জন, এবং মির্জাপুর ইউনিয়নে ২৮ হাজার ৬৬৫ জন ভোটার বিরতিহীনভাবে তাদের ভোট প্রয়োগ করবে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে র্যাব ও বিজিবিসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে।
তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ১৩ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৩৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ১০১ জন প্রার্থী রয়েছে।