বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আমরা ৯৩ কক্সবাজার’র পুনর্মিলনী ২০ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২১
আমরা ৯৩ কক্সবাজার’র পুনর্মিলনী ২০ ফেব্রুয়ারি

ছবি: আমরা ৯৩ কক্সবাজার

ঢাকা (১০ ফেব্রুয়ারি): দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা ৯৩ কক্সবাজার’র পুনর্মিলনী অনুষ্ঠান। আগামী ২০ ফেব্রুয়ারি কলাতলী ডলফিন মোড়স্থ ৯৯ ব্রাইডাল হাউজে বসছে এই বন্ধুর হাট। বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমেদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠান উপলক্ষে সকাল আট টা থেকে রাত আট টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুনর্মিলন অনুষ্ঠানকে জাঁকজমক ও সফল করতে কমিটির সদস্যরা দিন রাত কাজ করে যাচ্ছে ।

কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম ও ঢাকায় রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে। এছাড়া অনলাইনে আগামী ১১ ফেব্রুয়ারী পর্যন্ত www.amra93coxsbazar.com সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে । অনুষ্ঠানে সারা বাংলাদেশের এস.এস.সি. ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়