Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন

মঙ্গলবার

১৫ জুলাই ২০২৫


৩১ আষাঢ় ১৪৩২,

১৮ মুহররম ১৪৪৭

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন

পঞ্চগড় প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১২, ২৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২২
পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন

ছবি: সংগৃহীত

পঞ্চগড় (২৬ সেপ্টেম্বর): পঞ্চগড়ে করতোয়া নদীতে গতকাল রবিবারের নৌকাডুবির ঘটনায় আজ সোমবার এ পর্যন্ত আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এ ঘটনায় এখনো অন্তত ৩৮ জন নিখোঁজ রয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান, আজ আরও ১৭ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ঐদিনই ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোদা উপজেলায় ৮ জন, দেবীগঞ্জ উপজেলায় ২ ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে ৬ জন এবং বীরগঞ্জ উপজেলা থেকে ১জনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ২২ নারী, ১১টি শিশু ও ৮জন পুরুষ রয়েছেন।

এর আগে এ ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে নৌকা ডুবিতে হতাহতের খবর আদান প্রদানে জরুরী তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে, আজ সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত রেলপথমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক জহুরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত সম্রাট, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়