রোববার

০৫ মে ২০২৪


২২ বৈশাখ ১৪৩১,

২৬ শাওয়াল ১৪৪৫

সাপের কামড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৩:২০, ২৫ সেপ্টেম্বর ২০২২
সাপের কামড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঝিনাইদহ (২৫ সেপ্টেম্বর): সাপের কামড়ে ঝিনাইদহের মধুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান (৫০) মারা গেছেন। গতকাল শনিবার রাতে সদর উপজেলা এস্তেকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান এস্তেকাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমীরুল ইসলামের ছেলে।

মৃতের বন্ধু মো. লিটন মিয়া জানান, বদিউজ্জামান শনিবার রাত ১০টার দিকে নিজ পুকুরের পাড়ে শ্যালো মেশিন চালু করতে যান। এ সময় সাপে তাকে কামড় দেয়। এরপর পরিবারকে তিনি কোনো কিছিু জানাননি। তবে, এক পর্যায়ে বিষের যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত একটার দিকে তিনি মারা যান। 

তিনি আরও জানান, সাপের কামড়ের পর তিনি প্রায় ৩ ঘণ্টা বাড়িতে ছিলেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি তিনি শুনেছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়