Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ভোলায় বৃহস্পতিবার বিএনপির হরতাল

রোববার

১৩ জুলাই ২০২৫


২৯ আষাঢ় ১৪৩২,

১৭ মুহররম ১৪৪৭

ভোলায় বৃহস্পতিবার বিএনপির হরতাল

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৫, ৩ আগস্ট ২০২২  
ভোলায় বৃহস্পতিবার বিএনপির হরতাল

ছবি: সংগৃহীত

ঢাকা (০৩ আগস্ট): ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ দুজনের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। এছাড়া ওই দিন দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।

বুধবার বিকালে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরে আলম।

গত রোববার বেলা ১১টার দিকে ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং এতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান ও ৩০ জন আহত হয়।

তেল-গ্যাসের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। মিছিলের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

এদিকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মৃত্যু ঘটনায় পরিবর্তী সিদ্ধান্ত নেওয়াসহ ঘটনার তদন্তে বুধবার রাতে কেন্দ্রীয় বিএনপির ১০ নেতা ভোলা যাচ্ছেন বলে জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর জানান। তারা বৃহস্পতিবার সকাল থেকে দলীয় অফিস ও এলাকাসহ নিহতদের বাড়ি যাবেন বলেও তিনি জানান।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়