বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩৬, ২৭ জুন ২০২২   আপডেট: ১৮:৩৭, ২৭ জুন ২০২২
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ (২৭ জুন): নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি দৌলত হোসেন (৬০)-কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত এগারোটায় উপজেলার গোগনগর ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দৌলত হোসেন গোগনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, গতকাল রাত দশটায় গোগনগর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দৌলত হোসেন শহরে যাচ্ছিলেন। অটোরিকশাটি সৈয়দপুরে পৌঁছালে দুর্বৃত্তরা সিএনজির গতিরোধ করে তার উপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সড়কের পাশে ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়