মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ৩

রাঙামাটি প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:২৯, ১২ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৩৪, ১২ জানুয়ারি ২০২১
রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ৩

ছবি: সংগৃহীত

রাঙামাটি (১২ জানুয়ারি): রাঙামাটির কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের এ দুর্ঘটনার পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাকটি রাঙামাটির নানিয়ারচর যাচ্ছিল। পথে কুতুকছড়ি বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়