মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

৪২৫ টাকায় কোভিড-১৯ এর ভ্যাকসিন

মানিকগজ্ঞ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫৩, ৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৫৬, ১১ জানুয়ারি ২০২১
৪২৫ টাকায় কোভিড-১৯ এর ভ্যাকসিন

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা(০২ জানুয়ারি): অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলারে (বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম। 

শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা ভ্যাকসিনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় অনেক দেশের তুলনায় কম দামে অল্প সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। প্রায় ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরো অর্ডার দেওয়া হবে।

তিনি বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন ৩ কোটি ডোজই পাওয়া যাবে, প্রথম চালানে আসবে ৫০ লাখ ডোজ। প্রথম চালানের ভ্যাকসিন কাদের প্রথম দেওয়া হবে। সে বিষয়ে তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর মূখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। ভ্যাকসিন দেওয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে বলেও জানান তিনি।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়