শনিবার

০৪ মে ২০২৪


২১ বৈশাখ ১৪৩১,

২৫ শাওয়াল ১৪৪৫

‘নারী ও তরুণরা যেন কেন্দ্রে যেতে পারেন, ওই ভোটগুলো আমার’

নারায়ণগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:০১, ১৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:০৯, ১৪ জানুয়ারি ২০২২
‘নারী ও তরুণরা যেন কেন্দ্রে যেতে পারেন, ওই ভোটগুলো আমার’

ফাইল ছবি, সংগৃহিত

নারায়ণগঞ্জ (১৪ জানুয়ারি): নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচন কমিশনকে আমি আগেই জানিয়েছি, যাতে ভোট কেন্দ্রে ভোটার যেতে পারেন।

তিনি আরও বলেন, নারী ভোটার ও তরুণ ভোটাররা যেন যেতে পারেন। কারণ ওই ভোটগুলো আমার। কোনো ধরনের সহিংসতা যেন না হয়।

শুক্রবার সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
এ সময় তিনি বলেন, ভোট কেন্দ্রে সহিংসতা না হলে আমার বিজয় সুনিশ্চিত। নির্বাচনে আমি জিতবই, ইনশাআল্লাহ।

সেলিনা হায়াৎ আইভী বলেন, তবে আমার বিজয় সুনিশ্চিত জেনে কেউ যদি ভোট কেন্দ্রে সহিংসতা করে সেটি মোটেও ঠিক হবে না। এক্ষেত্রে আমি আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অনুরোধ করব তারা যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি এ সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। 

Walton

সর্বশেষ