বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর ২০২৫


১১ পৌষ ১৪৩২,

০৪ রজব ১৪৪৭

নয় ঘন্টা পর ঢাকা খুলনা রেল যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৮, ২৭ অক্টোবর ২০২০   আপডেট: ২১:১২, ২৭ অক্টোবর ২০২০
নয় ঘন্টা পর ঢাকা খুলনা রেল যোগাযোগ স্বাভাবিক

কোটচাঁদপুর সরদার মোড়ে দু’টি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়।ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(২৭ অক্টোবর) : দীর্ঘ ৯ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে কূলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ২টায় ঝিনাইদহের কোটচাঁদপুরে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযো বন্ধ হয়ে যায়। 

এতে তেলবাহী ট্রেন এবং লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ঈশ্বরদী থেকে ১২০ টনের ক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টা থেকে উদ্ধার কাজ শুরু করে।

সাবদারপুর রেলস্টেশন মাস্টার জানান, রাত ১টা ৪২মিনিটে প্রথমে দর্শনা থেকে খুলনাগামী মালবাহী ডিজিএম-২৬ ডাউন ট্রেনটিকে স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। ট্রেনটি প্লার্টফর্মে ঢুকে দাঁড়ানোর মুহূর্তে খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি অপরদিক থেকে সিগন্যাল অমান্য করে ১ নম্বর লাইনে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়