সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

উত্তরাঞ্চলে ফের ট্রেন চলাচল শুরু

জয়পুরহাট প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪১, ১৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ০০:১৭, ২০ ডিসেম্বর ২০২০
উত্তরাঞ্চলে ফের ট্রেন চলাচল শুরু

ছবি: সংগৃহীত

জয়পুরহাট (১৯ ডিসেম্বর): উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে। শনিবার বিকাল ৩টা থেকে আবার উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোরে জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হওয়ার পর এ যোগাযোগ বন্ধ ছিল।

জয়পুরহাট স্টেশনের মাস্টার আমেনা খাতুন ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রেন ও বাসটি উদ্ধারের পর এ রুটে ফের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির জানিয়েছিলেন, রেল যোগাযোগ স্বাভাবিক করতে পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিযে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রেন সরানোর কাজ করছে। তিনি আরো জানান, পুরানাপৈল রেলগেটে ট্রেন দুর্ঘটনার সময় গেটম্যান ঘুমিয়ে ছিলেন। ওই সময় রেলক্রসিয়ের গেটও খোলা ছিল।

গেটম্যানে অনুপস্থিতি ও ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই পুরানাপৈল রেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা দুই গেটম্যান রহমান ও নয়ন পলাতক রয়েছে।

এ ট্রেন দুর্ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দীনকে আহবায়ক করে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজা হাসানের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়