বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

শিশুর কান্নার আওয়াজে মিলল মায়ের লাশ

ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২১:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২১
শিশুর কান্নার আওয়াজে মিলল মায়ের লাশ

তিন বছর বয়সী শিশু ফাতেমা

ময়মনসিংহ (১৯ সেপ্টেম্বর): তিন বছর বয়সী শিশু ফাতেমার কান্নার আওয়াজ ভেসে আসায় তাকে খুঁজতে গিয়ে মিলল তার মা ইয়াসমিন আক্তার (৩২) রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নিথর দেহ। 

গতকাল শনিবার রাত ৮টার দিকে ময়মনসিংহের নান্দাইলে গাঙ্গাইল ইউনিয়নের শ্রীরামপুরের যোগের হাওরের নিকটবর্তী নির্জনস্থানে এভাবেই এক গৃহবধূর মরদেহের সন্ধান মেলে। 

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত ইয়াসমিন আক্তার নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন জায়গা থেকে এক শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। আওয়াজ কোথা থেকে আসছে তা খুঁজতে গিয়ে ইয়াসমিনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। 

পুলিশ ও স্থানীয়রা  আরও জানা যায়, প্রায় ৮-১০ বছর আগে নান্দাইল উপজেলার শ্রীরামপুর গ্রামের হাদীস মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের সিরাজ উদ্দীনের মেয়ে ইয়াসমিন আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন আগে পারিবারিক ঝগড়া মামলা পর্যন্ত গড়ায়। সম্প্রতি দুই পরিবারের মধ্যে এ নিয়ে সমঝোতা হলে গত দু’দিন আগে স্বামীর বাড়ি ফেরত আসেন ইয়াসমিন।

নান্দাইল থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুর রহমান এ বিষয়ে বলেন, নিহতের বুকে-পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, এ ঘটনার পর নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়িসহ বাড়ির সবাই পলাতক। নিহতের বাবার বাড়ি খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Nagad
Walton

সর্বশেষ