রোববার

০৯ নভেম্বর ২০২৫


২৫ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: আটক দুই 

কুষ্টিয়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫০, ৬ ডিসেম্বর ২০২০  
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: আটক দুই 

ছবি: ফাইল ফটো

কুষ্টিয়া (০৬ ডিসেম্বর): সম্প্রতি কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে আজ সংবাদ সম্মেলন করা হবে বলেও তিনি জানান।  

পুশিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে স্থানীয় একটি মাদ্রাসা থেকে দুজনকে আটক করে পুলিশ। আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

এখানে উল্লেখ্য, গত শুক্রবার রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেদখা দিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় রাজধানীতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। 

গত নভেম্বর মাসের শুরুতে কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ ৩০ লাখ টাকা ব্যয়ে জেলা শহরের পাঁচ রাস্কার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের কাজ শুরু করে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়