রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু
রাজশাহী ব্যুরো || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
রাজশাহী (১০ সেপ্টেম্বর): করোনাভাইরাসে সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ শুক্রবার এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওই ৮ জনের মধ্যে ১ জন করোনা পজেটিভ ছিলেন। বাকি ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
তিনি আরও জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন এবং নাটোর, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার ১ জন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন নারী।
চলতি মাসে হাসপাতালটিতে এ নিয়ে মোট ৬৮ জনের মৃত্যু হল। হাসপাতালটিতে এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থতা লাভ করে বাড়ি ফিরেছেন ১৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৫৯ জন।