ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ময়মনসিংহ (০৯ সেপ্টেম্বর): ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান।
এ ছাড়া, জেলায় গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৪ শতাংশ।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদরের হারুন উর রশীদ (৯০) ও ফুলবাড়ীয়া উপজেলার হাজী জসীম উদ্দীন (৮৩)।
জেলাওয়ারী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দু’জনই ময়মনসিংহ জেলার বাসিন্দা।
করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদরের আব্দুল হাকিম (৮০), ফুলপুর উপজেলার আবুল হোসেন (৬৫), নেত্রকোণা সদরের জোতিন্দ্র (৮৩)।
জেলাওয়ারী করোনার উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ২ জন এবং নেত্রকোণা জেলার ১ জন।
ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১১৪ জন। এর মধ্যে ৭ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।
এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৪ শতাংশ।
এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৪৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে ও সেরে উঠেছেন ২০ হাজার ১৭০ জন।