মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত, আহত অন্তত ৬
মৌলভীবাজার || বিজনেস ইনসাইডার

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
মৌলভীবাজার (০৫ সেপ্টেম্বর): মৌলভীবাজারের কুলাউড়ায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রীর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ভাটেরা রেলওয়ে স্টেশনের কাছে হোসেনপুর রেল ক্রসিংয়ের কাছে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া স্টেশনের মাস্টার মুহিবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ দাস গণামাধ্যমকে জানান, কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।